তুমিও তো তোমার অতীতের সকল যন্ত্রণা ভুলতে চাও ,
নিশিরাতে নিজের আত্মার আর্তনাদ শুনতে চাও না ?
সূরাপাত্রে আর সিগারেটের ধূমায়িত ধোঁয়ায় কি পাও ?
মর্গের আর কারাগারের কোনও কুঠরিতে জমা বেদনা !


মঙ্গলের মাটি , বৃহস্পতির মেঘ আর শুক্রের জলকণা ,
বিষ্মিত হয় বিশ্ব মানুষ , আজ কি আর পারে না ?
রাধার যমুনা স্নান আর তোমার মহা সঙ্গমে সিক্ত দেহ ,
আমিও হাঁটি যমুনার তটে লাশের স্তূপ খুঁজে পায় কেহ !


মহামারীতে চারিদিক থেকে শুধু মৃত্যুর ধ্বজা ওড়ে !
বিষাদে ভারাক্রান্ত হয়ে আজ তাই নতজানু হয়েছি ,
এই ধরার আত্মার আর্তনাদ - ক্রন্দন পাই  নিজ অন্তরে ,
মাতৃত্বের গভীরেও তো মৃত্যু যান চলাচল করে দেখেছি !


আমিও আহরন করেছি সীমাহীন স্বপ্নপুরীর সুখ ,
উদ্দীপনা আর উদ্দ্যেগে আমার  দুহাতে তোমার মুখ ,
ভালো করে চেয়ে দেখো আমার দুচোখের তাঁরায় ,
কনোও বিভীষিকা কি আছে ? আছে কি কেউ অসহায় ?