ভেবেছিলাম, লিখবো কথা ও কাহিনী
কথাহারা হয়ে শূন্য খাতা রেখে গেলাম; পড়ে নিও।
পড়ে নিও, গোপন স্রোতের আঁকিবুকি
যা তুফান তুলেছিল শান্ত মনে।
যে শুধু চাইত তোমায়
রাখেনি গোপনে।।
তোমার চেয়ে ভালো আর কেই বা জানে বলো?


তোমার সবুজ পাতায় মিশতে চেয়েছিল
রাতের স্নিগ্ধ মাটি হয়ে।
পরশ তোমার শিশির যদি
আঁকড়ে থাকতো সর্বশক্তি দিয়ে।


আজ নাহয় তোলা থাক কাহিনীরা।
তুমি তোমার মতো করে ছড়া কেটে নিও
পরজন্মে আমায় নাহয়, তোমার মাটি করে নিও!