এখনও বাতাস ভরে আছে জীবানুতে
মানুষ তার শ্রেষ্ঠত্বের মুখ ঢেকে ঘুরছে।
এমন সময় তযোদশীর রাতে, এক গোহেশ্বর বৃষ্টিতে
ভিজে, নগ্ন হয়ে, সভ্যতার বুক চিরে বনবন করে ঘুরছে।
ছড়িয়ে থাকা দু'হাতে মিলিয়ে যাচ্ছে দুঃখ, অভাব
মন খারাপ, অহংকার, অলংকরন, নিজস্বতা সব।
পড়ে রয়েছে জৈবিক বেঁচে থাকার চাহিদা।


হাওয়ার প্রতিকূলে গিয়ে সুপুরি
গাছটার দিকে হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছি।
খোলা পাতা উড়ে এসে মুখ ছুঁতে চাইছে
আছড়ে পড়তে চেয়েও পড়ছে না শরীর শরীরে।
সুপুরি, তুই কি আজও ভাঙবি না?
আজ এই ক্ষনে, বৃষ্টি করেছে শরীর শুদ্ধ
আজ এই ক্ষনে, চেতনা ঝিঝির ডাকে মুগ্ধ।
বর্জ্য, হোম আগুন জ্বেলে বসে আছে
শ্রষ্ঠা ব্যাঙ হয়ে মিলন-মন্ত্র গাইছে।
আই সুপুরি, সব ভুল ভুলে আজ মিলন করি
উপহার দিই, এক আদিম শিশু সকাল।