বেঁচে থাকাটা একটা কায়দা।
শিখতে হয়...


জানালাতে মুখ রেখে,
মেঘটাকে উড়তে দেখে,
দুবেলা না খেয়ে,
নিজেকে আড়ালে রেখে,
নিজেকে বন্দি করে,
তোমার অপেক্ষায় থেকে...
বাঁচতে জানতে হয়।


'ভালো থাকা' বোধহয় বিলাসী কথা;
টিকে থাকতে শৃঙ্খলার শৃঙ্খলে বাঁধতে হয়।