উপলব্ধি "ভুল স্বর্গ"।
চোখের পিছনে মনের সামনে চেনাগুলো
অচেনা খুব আজ।
পাল্টে গিয়ে -
বাঁশিগুলো আজ নিশ্বাস নিতে শিখেছে
গলা জামা খুলে গান ধরেছে
কলম বই হাতে লেখা খুঁজছে
মুঠোফোন নিজেদের মধ্যে ধরাধরি খেলছে
ভুলে যাওয়া শুকনো তুলি জল রঙ পাচ্ছে
তুলির আজ ভরা পেট, স্বপ্ন শুরু...
সন্ধ্যের হাওয়ায়, হাওয়ার যে প্রেমে পড়া যাই
তা টের পাচ্ছে।
রাতের বুকে প্রেমিকার চোখ খুঁজে মরা যে যাই
সেই স্বপ্ন দেখছে।
বাস্তব, পর্দাতে মৃত্যুর মাঝে যে সে বেঁচে আছে
তা ভেবে রোমাঞ্চে মেতেছে।
রোজ (না)খাওয়া গুলো কুঁড়ে কুড়ে ভয় খেতে শিখেছে।
আজ মন মেঘ গানের আকাশে ভেসে
পাগল আমি, মুগ্ধ আমি 'ওহাহিদ সায়ান' তোমাতে।
আহা! কি অসুখ সুখ..