কারসাজি মেপে বেড়াল বুঝেছে ভালোবাসা ঠুনকো।
তাই অপেক্ষার চাদরটা কাঁচা যৌবনেই জড়িয়ে নিয়েছে,
পায়রার পায়ে বেঁধে উড়িয়ে দিয়েছে সব জ্বালা।
চাদর মুড়ে ঘাপটি মেরে চুপটি বসে থাকা,
চেয়ে চেয়ে তোমায় দেখা আর শেখা।
হাওয়া তুমি; বসন্ত সাজ সেজে চঞ্চল মনে
ভ্রমর হয়ে ঘুরছ।
তোমার ঘোরা, উড়া, খেলা...
সবের মাঝে বেড়ালের শেখা।
যৌবনের যে অস্থিরতা, পাগলামোর ঘোর
তা সত্যি দেখার।
দেখে দেখে সব রপ্ত করেছে; ভালোবাসা,
সাজ, নাচ, কথার ঢঙ, ন্যাকাম কলা।
আজ, চাদর চাপা আস্ত একটা পাকা যৌবন।
উড়ছে যৌবন, উড়ছে আঁচল, উড়ছে গন্ধ চুলে...
উড়ে যাচ্ছে চাদরের উপর দিয়ে দিকে দিকে।
চাদরের উঁকি নিশানা রাখে, অপেক্ষায় থাকে;
অপেক্ষা তার, হাওয়া'র বার্ধক্যে।