একের পর এক মোমবাতি
মোমবাতি না আঙ্গুল
গলে গেছে তোমার অপেক্ষায়।
মাথার উপর রোদ পড়ল
পায়ের নিচে আজ শিকড়
অভিমান নাড়া দিয়ে উঠলে
পাতা ঝরে...
এস; হাত পা কেটে উনোনের
মুখে ছাই পোড়।
ক্লান্ত পথিক এসে বসে, খায়
ছায়া, চলে যায়।
দেহে বাসা করেছে হাজারো পাখি সংসার
এরাতো কেওনা আমার।


দেহ থেকে ঝরে পরে ঝুড়ি 
একলা- মস্ত ঝুড়ি সংসার নিয়ে দাঁড়িয়ে দেখি
সূর্য উঠে, ডুবে যায়
পূর্ণিমা ফুরিয়ে অমাবস্যা আসে
সময় তবু ফুরোয় না...
আকাশে কথা ছুড়ে মারি
মেঘ পড়ে যায়, বৃষ্টি
মেঘে ধুয়ে যায় স্মৃতি
ফুরোয় না অপেক্ষার তুমি...