চারিদিক ঘোর অন্ধকার ভয়ে কাঁপে মন
ত্রাসের রাজত্বে আজ বাংলার জনগন!


মশার ভয়ে আজ মানুষ নিরুপায়
ডেঙ্গু হলে কারো এই বুঝি প্রাণ যায়
এডিস মশা আজ বনে গেছে মহাশয়
চার হাত মানুষটাও এ ক্ষুদ্ররে করে ভয়।


বন্যার পানিতে ভেসে গেছে শত জন
অনাহারে অতল জলে ডুগরিয়ে কাঁদে মন
শুকনো মৌসুমে জল নাই নদীতে
অপারের অথৈ জলে ভাসি রোজ বর্ষাতে।


গুজবের বাতাসে বীর সাজে কত জন
মানুষ পেটায় শাপ ভেবে ভুলে যত বন্ধন
বুক কাঁপে দুরু দুরু রাস্তায় নামলে
এই বুঝি ধলাই দিল ছেলে ধরা ভেবে!


চাপাতির আঘাতে দেখি যখন কোপাতে
দূর্বল চিত্ত কেঁদে উঠে মায়াতে
ভয়ে যখন জনগণ কেউ করে আস্ফালন
শেয়ারের টাকা নাকি উধাও হয়ে মৃত্যুবরন।


বেঁচে আছি এই বেশ ত্রাসের রাজ্যে
জানি না কাল কি আছে আমার ভাগ্যে
দ্বিধা ভুলে জনগন হাতে হাত মিলাই
শান্তির দেশে সবে অশান্তি হঠাই।