শব্দহীন নিঝুম রাতে,
ভেসে যায় কবি মন মেঘের সাথে সাথে;
ঘুরে ঘুরে চক্কর মারে,
পাহাড় সাগর পর্বত মাঝে,
শকুনের দৃষ্টিতে
আকাশ-পাতাল তন্নতন্ন করে খোঁজে,
কোথা হতে খসিল কী?
কোথা হারাল সৃষ্টিকর্তার অমোঘ নীতি;
হন্যে হয়ে খোঁজে খোঁজে সকল সৃষ্টির মাঝে,
খুঁড়ে খুঁড়ে জুড়ে জুড়ে শব্দ বুনে বুনে,
গাঁথুনীর কৌশলে উপমা অলংকারে,
শব্দরা খেলা করে ছন্দের আলোড়নে,
ঘোষণা করেন কবি ভাব-রসে মোড়ানো;
সৃষ্টির রহস্যে ছন্দপতনের বাণী,
ভোর হলেই সে অনিন্দ্য লেখনী
কবিতা বলে পায় উপাধী।
আনন্দে আন্দোলিত কবি মন
সৃষ্টির মুগ্ধতায় নাচে সারাক্ষণ।


               @@@
রচনাকালঃ ২২/০৮/১৭ইং, মঙ্গলবার, ফকিরের বাজার।