আধুনিকতার দোহাই দিয়ে চলছে কতই বাহানা,
সমাজের অন্ধ চোখ কি তা দেখে না।
এক চোখার মতো শুধু করে ধর্ষণের গঞ্জনা,
অর্ধ-নগ্ন পোষাক পড়ে সময়-অসময়ে রাস্তায় ঘুরে কত ললনা।
আধুনিকতার কথা বলে চলছে নানান অশালীনতা,
সমাজের অন্ধ চোখ তা কেন দেখে না।


শালীন পোষাকে নারী তোমায় লাগে অপ্সরী তা কি বুঝ না,
আধুনিকতার নাম করে লুটছ চরম স্বাধীনতা;
তাঁর পরিণতিই ভোগছ নারী হয়ত ধর্ষণ নয়তো আত্মহত্যা।
সমাজের অন্ধ চোখ তা খোঁজে না।
আধুনিকতার দোহাই দিয়ে চলছে কতই বাহানা,
সমাজের অন্ধ চোখ কি তা দেখে না।


নারী তুমি আজি হচ্ছ বিজ্ঞাপনের পণ্য,
নিজেকে সস্তায় বিকোচ্ছ অবাধ বিচরণের জন্য।
আধুনিকতার নামে তুমি হচ্ছ বিবেকশূন্য,
দাম্ভিকতায় নিজেই নিজেকে চিন না।
আধুনিকতার দোহাই দিয়ে চলছে কতই বাহানা,
সমাজের অন্ধ চোখ কি তা দেখে না।


নিজবাড়ি, ১৫/০১/২১ইং, শুক্রবার।