বিবেক তাড়িত হারানো সুরগুলোই
যবে ভেসে বেড়াবে সমীরণে
চিনে নেবে আপনারেই
লেনদেন যতটুকু ছিল জগতের সনে।


খুঁজে নিও সেই হারানো বাণী,
যারা ঘুচাবে জীবন সুধার গ্লানী।


যেমন করেই চলছে শুধু আসা-যাওয়ার খেলা
অসাড় জীবন হারায় কোথায়  খোঁজ মেলে না।
যেজন কুড়ায় রসের হাড়ি প্রাণের পরশ সুধায় ভরি,
কালের ধূলায় তার স্মৃতি উঠেই জেগে শ্রদ্ধাভরি।


সৃষ্টিতেই রয় স্রষ্টার জয়গান,
সৃষ্টিতেই জাগে আত্মসম্মান।


            @@@@@@
রচনাকালঃ  ১৪.১০.২০১৮ ইং, রবিবার, ফকিরের বাজার।
১৬ঃ০০ ঘন্টা।