আমি কি সেই সকালের পাখি?
নাকি সেই ভোরের রবির আঁখি?
নাকি সন্ধ্যার আকাশে অস্ত যাওয়া রবি?
নাকি তোমার পৃথিবীতে আঁধারে ঘুমন্ত প্রকৃতি?
নাকি সেই বাগানের ফুটন্ত সুরভিত ফুল?
নাকি নদীর ভাঙ্গা কোন কূল?
নাকি পাহাড়ের গড়ানো ঝর্ণা?
নাকি তোমার বুকে হীরা-পান্না?
আমি কি সেই নীল আকাশের শুকতারা?
নাকি ডাস্টবিনে ফেলে দেওয়া ফুলের ত্বোরা?
আমি কি সেই বিকালের স্মৃতিরেখা?
নাকি তোমার অন্তরে আকাঁ সখা?
বলে দাও! ওগো, প্রিয়া তুমি,
আমি কে? কে এই আমি?