নদী চলে তার আপন গতি ধারায়,
সে'ত জানেনা, ঠিকানা কোথায়?
আমিও চলেছি এক অজানা পাড়ায়,
খোঁজে  দেখিনি, জীবন কোথায় দাঁড়ায়?
একটি গোলাপ তোলার আশায়,
জীবনের প্রতিটি মূহূর্ত ভরে গেল ব্যথায়।
কাঁটার আঘাতে বয়ে গেল রক্ত,
তবু, কেন এ জীবন তার-ই প্রেমের আসক্ত?


*****************
কবিতাটি নোয়াখালী থেকে প্রকাশিত সাপ্তাহিক পূর্বশিখা পত্রিকার ৮ম বর্ষের ২৬তম সংখ্যায় প্রথম প্রকাশিত হয়।