"উশৃঙ্খলতার চরম উৎকর্ষতায়,
সহোদরদ্বয়ের রক্তের ঝর্ণায়,
মেতেছিলে আনন্দের বন্যায়।"


অসুর দল কোথা আজি তোর বল?
হাতকরা হাতে দু'চোখে করুণ জল!
ওরে খুনি, আজি ভোগ কর পাপের ফল।


ওরে রক্ত পিপাসু, সত্য সদাই খাসা,
আজ তাই শ্রীঘরে তোর বাসা।


ক্ষমা নেই তোর, ক্ষমা নেই, বিধাতার দরবারে,
অকারণে লহু ঝরালে, লানত পড়ছে তোর উপরে।
@@@
রচনাকাল: ১৯/০৪/২০১৫ইং (রবিবার,রাত:১১টা)