তুমি ছিলে তুমি রবে
যুগ যুগান্তর ধরে,
হাসি আর দুঃখ সকলের মাঝে,
তুমি রবে অবিনাশী হয়ে।।
ভোরের রবি সন্ধ্যার তারায়,
জড়িয়ে রাখবো তোমায়।
শীত সকালের আলপনায়
আর কালো মেঘের অন্তরায়,
রেখে দেবো তোমায় মনের পাতায়,
তুমি রবে অবিনাশী হয়ে।।
আমার আকাশে রাখবো তোমায় চন্দ্র করে,
সারাটা জীবন দেখবো বলে।
ভিতর ও বাইরে তুমি শুকতারা,
বাঁচতে চাই না তোমাকে ছাড়া।
যেতে পারবে না কভূ তুমি ক্ষয়ে,
তুমি রবে অবিনাশী হয়ে।।
রাখবো তোমায় গান,গল্প,কবিতায়,
তুমি রবে আমার চোখের পাতায়।
রাখবো তোমায় আমার শুরু-শেষে,
একটি প্রদীপ জ্বলবে তোমার পরশে।
আমার বাগানে তুমিই কলি হবে,
তুমি রবে অবিনাশী হয়ে।।
      @@@
রচনাকাল:১৯।০২।২০০০ ইং(শনিবার) নিজ বাড়ী।