অসভ্যতার জোয়ারে সভ্যতাটাই ফাঁকা,
সভ্যতার মুখোশে দেখছি কেবল ঢাকা। (২ বার)
বিবেকের আদালতে দিচ্ছে আজি ঢেউ,
পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ! (১ বার)


এমন শিশুর পরিচয় সমাজে কি সহজে হয়,
জারজ নামের উপাধি তাঁর ভদ্র সমাজে রয়।
যে ভদ্র জনে আকাম করে করলো পলায়ন
তাঁর নামটা চিরকালই থাকে কেন সংগোপন? (ঐ)


পাপের বোঝায় পাগলিটা-ই কষ্ট বয়ে বেড়ায়,
লুচ্ছা পুরুষ ধর্ষণ শেষে গুপ্ত হয়ে ভদ্রতা দেখায়।
সিদ্দিক বলে ছলছাতুরীর সমাজে দেখছি কতই অনিয়ম,
ভন্ডরাই সাধুবেশে করছে শুধু আইন-কানুন। (ঐ)


রচনাকালঃ ২৩ অক্টোবর ২০১৯ইং, (বুধবার), ২৩:০০ ঘটিকা, নিজবাড়ী।