শূন্যতে পরম মজা, শূন্যতে করি বাস,
আজি শূন্যতে জীবন গড়ার বড্ড অভিলাষ।


হিংসা-অহংকার নামাই মোরা সদা শূন্যে,
পরশ্রীকাতরতা ও ক্ষোভ, ভরে যাক পূণ্যে।
জীবনের চাওয়া-পাওয়া, লোভনীয় কাজ,
শূন্যতে এনে ভোগ করি তার অন্য রকম স্বাদ।


জীবনের সকল কাজে শূন্যের করি চাষ,
সবার চেয়ে সুখে, কাটবে জীবন বার মাস।
শূন্য মানেই পূর্ণ থাকা, নয়তো শুধু ফাঁকা,
সংখ্যার পরে শূন্য দিলে, দশগুণ বাড়ে মর্যাদা।


এ জগতের সব কিছুই শূন্যতে করি বিবেচনা,
শূন্যতত্ত্বে সাজাই জীবন রবে না কোনো দুঃখ-যাতনা।
শূন্যতেই লুপ্ত আছে সত্যের উপাসনা,
শূন্যতেই পূর্ণ হবে মোদের সকল আরাধনা।


               @@@
রচনাকালঃ ০৬/০৭/১৭ইং, বৃহস্পতিবার, ফকিরের বাজার।