শিউলী ফুলের সুবাসে
ডাকলো আমায় নিরবে।
ঝিঁ ঝিঁ পোকা গাইলো গান বিরহে
কাশফুলেরা দাওয়াত দিলো শরতে,
মেঘেরাও করলো আড়ি রইল না আর গগনে।
ধূলিকণাও বললো হেসে -
স্বাধীনতার স্বর্গ-সুখে নামলো তারা রাজপথে।
জোনাক পোকাও ধরলো বাজি,
আধাঁর রাতে জ্বললো যেনো তারকারাজি।
শেষ রাতের শুভ্র চাদর,
প্রকৃতিকে করলো আদর
ঢাকলো তারে পরম মমতায়।।;
শিশির ভেজা দূর্বাঘাসও জ্বল জ্বলিয়ে চায়।
মুঠি মুঠি ভোরের আলো,
নিরস প্রাণেও দোলা দিলো।
তব তুমি নিরব কেন কবি?
ধরার ঋতু ডাকিছে তোমায়,
তুমি কি যোগ দিবে না শরৎ জলসায়!


                    @@@
রচনাকালঃ ১৭/০৮/১৭ইং, বৃহস্পতিবার, নিজবাড়ী।