আটটি বছর!
কিভাবে, কখন যে কেটে গেলো টের পাইনি!
মন যখন আমার আগামীকালের জন্য হিসাব কষতে বসলো
তখন খুঁজে পেল ইতোমধ্য বহু দিবস ও রজনী অতিক্রান্ত হয়েছে স্বপ্নের মতো!
ভাবিনি কোনদিন বিশ্বসংসারে এত মানুষের ভীড়ে সম্পর্ক তৈরী তোমার আর আমার!
ভাবিনি আমি কোনদিন তোমার সাথে হবে এই দীর্ঘ পথচলা!
স্মৃতির সংরক্ষিত পাতায় আমি খুঁজে দেখি সে ক্ষণ
যখন তোমার নামটি ভেসে উঠলো আমার হাতের মুঠোয়!
তোমাকে এড়িয়ে যাবার ব্যর্থ চেষ্টা করে হাতের মুঠো বন্ধ করে নিলাম!
ক্ষাণিকবাদে কি যে হলো!
তোমার নামটি আমি ছুঁয়ে দিলাম আলতো করে!
তারপর থেকে তুমি আমার মায়াজালে বন্দিনী!
এখন তোমার দিন হয়, রাত কাটে আমায় ভেবে!
একটু একটু তোমার স্বপ্নের পৃথিবী তুমি সাজিয়ে নিলে আমার নামে!
তোমার হৃদয় জগতে বিচরণ করি কেবল আমি!
বার বার শীতল বাতাসে উচ্চারিত হয় আমারি সুমধুর নাম!
হাজারো দিন, সহস্র নিশির এ যেনো এক নব্য আরব্য রজনী!
এখানে গল্প যেনো ফুরোয় না!
এমনি করে তুমি থেকো চিরদিন আমার পাশে!
বছর পেরিয়ে কেটে যাক, দশক, যুগ, জয়ন্তী
আমাদের এ অনন্য পথচলার!