ভেবেছিলাম….
অপরূপ সুন্দর একটি ফু্ল তোমায় দেবো
ভেবেছিলাম……
বহুদিন পর প্রকৃতির অপার সৌন্দর্য তোমায় দেখাবো।
তুমি দেখে মুগ্ধ হতে অবশ্যই।
কতদিন তোমায় নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাই না।
কতদিন তোমার হাতটি ধরে শীতল বাতাসে পথচলা হয় না বহুদূর!
কতদিন গান আর সুরে দুজনের আসা হয় না একান্তে!


কিন্তু মন অবশেষে চাইলো না আর…..


আমার এমন কেন হল?
কেন হয় আমার আজকাল এমন?
আমার কেন সব কিছুতে বড্ড একঘেয়েমি লাগে?
আমার দিন কাটে রাত কাটে বিরক্তিতে।
কেন আমার কাজে মন বসে না?


কেন আজকাল কাজকে পর্বতসম বিশাল আর দুবোধ্য মনে হয়?
কেন প্রতিনিয়ত আমার নিঃশ্বাসে বের হয় ক্লান্তির দীর্ঘশ্বাস?
মনে হয় যেন আমি যুগ যুগ ধরে লড়াই করে ক্লান্ত?
মনে হয় যেন আমি দায়িত্বের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে জর্জরিত!


আচ্ছা আমি কি সত্যিই লড়ে যাই নি যুগ যুগ ধরে?
আমি কি জীবনের প্রতিটিদিন সংগ্রাম করি নি?


তাই হয়তো আজ আমার কবিতা লিখায় মনোযোগ নেই।
গলায় সেই সুর নেই।
সুরে ছন্দ তোলার স্পন্দন নেই।
ভালোবাসার দুর্নিবার আবেগটা আর নেই
নেই উচ্ছ্বাস , নেই প্রাণে কোন চাঞ্চল্য
নেই সব কিছু জয় করার তীব্র সেই স্পৃহা!
কোথায় যেন হারিয়ে গেল আমার সে দুর্বার উদ্যম।


বন্ধুদের আড্ডায়  আজ আমার অনিহা।
শৈল্পিক কাজে আমার নেই কোন আগ্রহ।
যে শিল্পিকে তুমি গ্রহণ করেছিলে পরম যত্নে
সে আজ যেন হারিয়ে গেছে কোথাও।


আমাকে তুমি বলতে পারবে নীলাঞ্জনা?
আমার হঠাত কেন এমন হল?


আমি কি আর ফিরে পাবো কখনও
আমার সেই আমিকে?


আমি কি আর ফিরে পাবো কখনও
আমার সেই কবিকে?


কখনও কি আর ফিরে পাবো
আমার সেই হারানো শিল্পিকে?


আজ আমার নিজের সৃষ্টিকর্ম যে আমার কাছে মূল্যহীন নীলাঞ্জনা!


তুমি আমাকে বলে দেও।
আর যদি পারো আমাকে ফিরিয়ে এনে দাও
আমার সবকিছুকে।


সিফাত আহমেদ
০৪/০২/২০১৯
সকাল ০৯:২৫ মিনিট