দেখতে দেখতে আরও একটি বছর চিরতরে বিদায় নিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে!
পৌষের এ তারাভরা সন্ধ্যায় বিদায়ী বছরের স্মৃতিচারণ করলে দেখতে পাই-


সমগ্র বছরটি কেটেছে আতংক ও অনিশ্চয়তার মাঝে!
বিশ্বব্যাপী দুর্যোগের বিপক্ষে দিনগুলো কেটেছে উদ্বেগ- উৎকণ্ঠা নিয়ে!
প্রগতিশীল জীবনকে স্থবির করে দিয়ে মৃত্যুর ঘনঘটা নিয়ে দুয়ারে কড়া নেড়েছে মহামারী!
তথাপি ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যহত ছিল প্রতিটি ক্ষণে!


একটু একটু করে পথ চলতে গিয়ে
অভিজ্ঞতা ও অগ্রগতির পথে এ বছর অগ্রসর হওয়া গেছে অনেকখানি!  


অন্যদিকে ঝরে পড়া দিনগুলির মতো হারিয়ে গেছে জীবন থেকে চিরচেনা কিছু মানুষ!
হৃদয়ের ক্ষতবিক্ষত গ্যালারিতে যাদের চিত্র অক্ষয় থেকে যাবে চিরদিন!


আবার কিছু অচেনা মানুষ হয়ে উঠেছে জীবনের সবচেয়ে বড় অবলম্বন!
এটিই বোধহয় জীবন, এটিই বেঁচে থাকার প্রয়াস!


সব কিছু মিলিয়ে বছরটি ছিল প্রাপ্তি, হারানো ও কর্মে উজ্জীবিত হবার এক আশ্চর্য মিলনমেলা!


মর্মার্থে বছরটি ছিল অভূতপূর্ব একটি বছর!


এ বছর রইলো যা কিছু অপূর্ণ তা যেন
নতুন বছরে এসে হয় পূর্ণ!


এ শুভ প্রত্যাশা.........