সে চায়না তুমি কাঁদো,
কিন্তু সেই তোমার অশ্রু বেদনার একমাত্র কারণ!


সে ভুল বোঝে তোমাকে।
অথচ তুমি ভুলে নিঃশেষ করো নিজেকে!


তুমি চাও না সে কষ্ট পাক!
কিন্তু দুঃখকে সে মাথা পেতে নেয়!


তার বেদনায় তুমিও জর্জরিত হও!
কিন্তু সে তা বুঝতে ব্যর্থ!


সে জানে তুমি কাঁদো!
অথচ সে নির্বাক!


তুমি কাঁদো চুপিসারে!
সেও কাঁদে অলক্ষ্যে!


নিয়তির অদ্ভুত ইচ্ছায়
দু’জন দু’প্রান্তে দাঁড়িয়ে, যন্ত্রণায় রক্তাক্ত দুজনেই!
অথচ ভালোবাসা হাতছানি দিয়ে ডাকছে!
শুনছেনা কেউই!

সিফাত আহমেদ
৪ মে ২০১৫