হাতে হাত রেখে পথ চলার ইচ্ছেটা অনেক পুরানো
মনের মতো সঙ্গীর হাতটি ধরে হাঁটবো
এ অপূর্ব ইচ্ছেটি হৃদয়ে জাগ্রত ছিল সদা।
কিন্তু বহুকাল প্রতিক্ষারত ছিলাম
কিন্তু আমার হাতটি ধরে হাঁটার মত খুঁজে পাইনি কাউকেই!
কেউ আসেনি আমার ভালোাবাসা মাখানো হাতটি ধরতে,
অবশেষে তুমি এলে!


তোমার হাতে হাত রেখে শুরু হবে মোদের নিরন্তর পথচলা!
তোমার হাতটি জড়িয়ে হাঁটবে গায়ের মেঠো পথে,
অতঃপর সুশোভিত কোন বাগানের সারিতে,
কখনও নদীর পাড়ে শীতল বাতাসে,
হাঁটবো গোধূলী লগনে তেপান্তরের পথে
হাঁটতে হাঁটতে চলে যাবো দূর-বহুদূর
পাখির কোলাহলে মুখরিত কোন জনশূন্য অরণ্যে
তোমার হাতের  কোমল স্পর্শ শিহরণ জাগবে প্রতিটি মুহূর্তে


হাঁটতে হাঁটতেই গাইবো দুজনে গলাছাড়া কোন সুমধুর গান
সঙ্গীতের মূর্ছনা বাতাসে আন্দোলিত হয়ে মেতে উঠবে চারিদিক!
প্রতিটি পদক্ষেপে মিশে থাকবে তোমার অজস্র চুড়ির রিনিঝিনি শব্দ!
রোদ-বৃষ্টি-ঝড় যদি আসে আসুক, সে অবেলায়ও হাঁটবো দুজন!
জীবন স্রোতে যত বাঁধাই আসুক
ফুরাবে না পথচলা কোনদিন!
সবকিছু পেরিয়ে হাতে হাত রেখে হাঁটবো দুজনে চিরদিন……