কখনও রাখিনি আশা উপহারের এ দিনটিতে
কারণ আশা জন্ম দিত দিনশেষে একরাশ হতাশা!
কিন্তু এখন?
নতুন কোন কবিতা আর উপহারের অপেক্ষায় থাকি এ দিনটিতে।
উপহার পেলে দিনটি হয়ে ওঠে আলোকিত!
উপহার হাতে নিতেই মনটা অস্থিরতায় হয়ে ওঠে ভরপুর!
বৈচিত্রময় কাগজে মোড়া, উপহারের গায়ে তোমার নামটি
মনের গভীরে গেঁথে যায় যেন আরেকটু!
উপহার পেয়ে হাত বুলাতে বুলাতে যেন টের পাই
কত মমতা লুকানো আছে এতে!
মুহূর্তেই প্রশান্তির পরশ বইতে থাকে যেন সবখানে!