তোমার সাথে প্রথম দেখাটি হবে ভাবতেই
শরীরে যেন এক অদ্ভুত অস্থিরতা বয়ে যায়!
এমন অস্থিরতা হয়নি আগে কোনদিন।
এত বছরের দূর থেকে যোগাযোগ, হাসি-আনন্দ, কান্না-
আজ পাবে পূর্ণতা প্রথম দেখায়।
এতদিন মনের ক্যানভাসে সযত্নে
একটু একটু করে আঁকা মুখখানি তোমার
এবার মিলিয়ে নেব অক্ষরে অক্ষরে!


তোমার সাথে প্রথম দেখা যেন এখনও এক বিষ্ময়!
যখন বললে তুমি আসছো আমার কাছে
তখনই প্রহর গোনা হয়ে গেছে শুরু সমগ্র বিশ্ব ব্রক্ষান্ডে!
মনে মগজে চলতে শুরু করেছে রীতিমত এক অদৃশ্য ঘড়ি!
বার বার সে বেজে উঠে বলছে ”আসছে সে ক্ষণ”!


কখন আসবে সে মাহেন্দ্রক্ষণ?;
সে বহুল প্রতিক্ষিত মূহুর্তটি?
জানিনা! কেমন হবে সে মূহুর্তটি।
মন নামক শিল্পিকে দিয়ে
সে মূহুর্তটির ছবি আঁকিয়ে নিয়েও
তৃপ্তি হচ্ছে না যেন!
মনে হচ্ছে যেন সেই মূহুর্তটি,
সে দৃ্শ্যটি সত্যিই ফুটিয়ে তোলা যাচ্ছে না কিছুতেই!


অবশেষে এল সে ক্ষণ!
স্বপ্নের নায়িকার সাথে প্রথম দেখার মূহুর্তটিতে
যেন সব কিছু থমকে গেল!
যখনি দেখলাম তোমায় তখনি জেগে উঠলো হৃদয়ের সমস্ত আবেগ!
তিল তিল করে পুষে রাখা হৃদয়ের সব ভালোলাগাগুলো
ব্যস্ত হয়ে জনপদের মাঝে থেকে যেন
আলাদা করে নিয়ে গেল আমায় অন্য কোন ভূবনে!
তোমার অপূর্ব সে মুখখানি আমার কল্পনার চেয়েও আরও কত সুন্দর!
এতকাল জুড়ে নির্মিত মুখখানি
বাস্তবে যে এত সুন্দর তা আমাকে বিষ্ময়ে চমকে দিল!


মন শিল্পির কাজ শেষ!
সে এবার বিদায় নিলো প্রথম দেখার রঙ্গিন দৃশ্যটিকে
আরও রঙ্গিন করে
হদয়ের গোপন কুটিরে!