জানো আমার শৈশবের কথা?
চারদেয়ালের মাঝে আবদ্ধ থাকার দুঃসহ যন্ত্রণার কথা?
আমি পাইনি দুরন্ত শৈশব।
বাঁধ ভাঙ্গা অবাধ স্বাধীনতা।
ইটের দেয়ালের খুপরিতে অব্যক্ত কান্নায়,
আমার শৈশবের দুরন্তপনা নিঃশেষিত হয়েছে!
আর কৈশোর?
সে তো কবে এল কবে গেল,
তা অনুভব করিনি!
শৈশব -কৈশোরের আনন্দ থেকে বঞ্চিত,
অসহায়ত্বকে পুঁজি করে সময় কাটানো,
আমার দুমড়ে- মুচড়ে যাওয়া হৃদয় আজও কাঁদে গোপনে!
আজও বিদ্ধ করে নিভৃতে অবহেলা আর পরমানুষদের তীর্যক বাক্যবাণ!
আমার ক্ষতবিক্ষত হৃদয় থেকে আজও রক্তিম আভা বিকিরিত হয়!
আজও আমার হৃদয়, শিশুর মত কাঁদে!