রাত এমনও তো কিছু হয়নি?
কিন্তু অকস্মাৎ! অবসাদ জেঁকে বসলো শরীরে!
আচ্ছন্ন হলো দেহ মন!
ছুঁয়ে ফেললো হৃদয়কেও।
চোখ তার পর্দা নামিয়ে বুঝাতে চাইছে আর্তচিৎকার!
বেশ বুঝতে পারছি লড়াই করে টিকে থাকবার প্রচেষ্টা এখন পন্ডশ্রম!
অচিরেই হতে হবে পরাজিত।
পরাজিত সৈনিকের মতো তাই বিদায় সম্ভাষণে বলতে চাই -
সখি চলে যাচ্ছি ঘুমের রাজ্য!
আজ আর নয়, কথা হবে কাল সকালে!