ভালোবেসে কে চায় সবকিছু?
ভালোবেসে কে চায় সুসজ্জিত অট্টালিকা?
বিত্ত, প্রাচুর্য, আর ঐশ্বর্যের হাতছানি?
কে চায় নিত্যনৈমিত্যিক সুখ-স্বচ্ছ্যন্দের পসরা?
জাগতিক সব চাওয়া যে অর্থহীন ভালোবাসায় গড়া ভালোবাসার কাছে!
আপেক্ষিক সুখের কাছে ভালোবাসা যে সবসময় সামান্যতেই তুষ্ট!
ভালোবাসলে যে মুখ্য প্রিয়জনের চিরপথচলা,
ভালোবাসলে যে কাম্য হাসি - আনন্দের সাজানো ছোট্ট সংসার!
কিন্তু এমন নিষ্পাপ কিংবা সরল চাওয়া তাও যে পূরণ হয় না বহুজনের!


প্রাসাদ, প্রাচুর্য, স্বচ্ছলতা না চেয়ে যে চাইলো কেবল তোমায়,
তাকে তুমি এতটুকু সময় আর নির্ভরতাও দিতে পারলে না?
সে তো নিজেকে বঞ্চিত করে তোমাকে গড়তে চেয়েছিল!
সে তো নিজে নিঃশেষ হয়ে তোমায় প্রস্ফুটিত করতে পণ করেছিল!
সে সবাইকে ছেড়ে তোমাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিল চিরদিন
তুমি পারলেনা কেনো তার ভালোবাসাকে মূল্য দিতে?
সব উজাড় করে, তোমার তাসের ঘরে
চিরস্থায়ী হবার স্বপ্ন দেখা এ অবুঝ মানুষটির ভালোবাসাও
যথেষ্ট হল না তোমার কাছে?


তবে, শুনে রাখ হে পাষাণ!
তোমার কিছুই রইবে না।
তোমার কেউ থাকবে না।
ক্ষণকালের জীবনের অলীক নেশার অস্থিরতায়-
মিথ্যের মায়াজালে ডুবে থাকা হৃদয়হীন তুমি,
একদিন কারও অন্তরেই রইবে না!


নারায়ণগঞ্জ
২০/১১/২০১৮
রাত ৮ টা ২২ মিনিট