(কবিতাটি নদীভাঙ্গন কবলিত মানুষদেরকে উৎসর্গকৃত)
                      
এ আমার মাটি!
অনেক মধুর স্মৃতি জড়ানো মাটি;
এ আমার মাটি!


আজ আর ঘর-বেড়া-চালা কিছু নেই
নেই সেই ছোট্ট উঠান টুকুও
ও হো ও ও ...............!


চারিদিকে খাঁ-খাঁ রোদের ঝিলিক
অথৈ জলের বুকে,
অথৈ জলের বুকে রোদের ঝিলিক!


বুকের উঠানে জলজস্বপ্নেরা
এখন দারুন খেলা করে
চৌকাঠের ওপারে!


এ আমার মাটি!
অনেক মধুর স্মৃতি জড়ানো মাটি!!