যতো কলি ধরেছিল জীর্ণ লতা গুল্মে
উহারা সব পড়েছে ঝরে,
আলো-জল-মাটি এতোটুকু ভালোবাসা
পারেনি দিতে তাদের
শিমুলশাখে ফোটে রঙিন ফুল অগণন
মুগ্ধতায় বেভভুল
জানো নাকি কতোটা গভীরে তার শিকড় আর মূল
আগ্রাসন! আগ্রাসন!! আগ্রাসন!!!
যতো কলি ধরেছিল জীর্ণ লতা গুল্মে
উহারা সব পড়েছে ঝরে,
আলো-জল-মাটি এতোটুকু ভালোবাসা
পারেনি দিতে তাদের
শিমুলশাখে ফোটে রঙিন ফুল অগণন
মুগ্ধতায় বেভভুল
জানো নাকি কতোটা গভীরে তার শিকড় আর মূল
আগ্রাসন! আগ্রাসন!! আগ্রাসন!!!
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩৬টি মন্তব্য এসেছে।
ছোট কবিতা, কিন্তু খুব সুন্দর। নামকরণে অভিনবত্ব আছে।
অপূর্ব ।
চমৎকার চমৎকার
ভালো লাগলো কাব্য ভাবনা
শুভ কামনা
প্রজা মরে রাজা ফুলে ফেঁপে ওঠে।
আজও তার থেকে নিস্তার নেই।
শিমুল জীর্ণ গুল্মের তুলনা দারুন সুন্দর।
শুভকামনা সর্বদা।
রূপকের আড়ালে গভীর অনুভূতি। অসাধারণ বাস্তবমুখী। দারুণ লাগলো প্রিয় কবি। শুভকামনা রইলো।
অসাধারণ কাব্যিক কবি
আলো-জল-মাটি সমৃদ্ধ ভালোবাসার শেকড় আর মূলের অবস্থান হবে যত গভীরে, আগ্রাসনের বিরুদ্ধে গড়ে উঠবে ততই প্রবল প্রতিরোধ।
খুব ভাল লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
আলো জল মাটি এতোটুকু ভালোবাসা
পারেনি দিতে তাদের...
অনন্য সুন্দর ভাবনায় কাব্য
ভালোবাসার অভাবে কতটা জীবন প্রতিদিন ঝরে পরে অবেলায়। অনেক ভাললাগা সাথে শুভকামনা
রইল প্রিয় কবি সব সময়।
নয় শুভপরিণতি, সবই "আগ্রাসন" !
সুন্দর কাব্যে মুগ্ধ, শুভেচ্ছা জানাই , ভাল থাকুন প্রিয়কবি ।
চমৎকার কাব্যিকতায় মুগ্ধ হলাম প্রিয় কবি।
শুভেচ্ছা রইল নীরন্তর।
ভালো থাকুন সবসময়।
এককথায় অসাধারণ! সরল কিন্তু গভীর! শিমুল শাখ এ ফোটা রক্তিম ফুল কিন্তু মুল কতটা গভীর! রক্তিম ফুলের রক্তিম আগ্রাসন- মুগ্ধ হলাম কবির কবিতা পাঠে!
দারুন অসাধারণ মুগ্ধ হলাম,আগ্রাসন পাঠে,ধন্যবাদ।
অপূর্ব রূপক,ভাবনার ঝলক,দেখে পড়ে না পলক।
অনবদ্যতায় পরিপূর্ণ।দারুণ ভালোলাগা রেখে গেলাম।
ভালো থাকুন।অবিরত শুভেচ্ছা রইল প্রিয় কবির জন্য।
বাহ! ছোট একটি কবিতায় দারুণ সুন্দর মনোভাবের প্রকাশ।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
সুন্দরের শিকড় এগিয়ে চলুক-----------------
দারুণ কাব্য.....................
দারুণ কাব্যিকতা...............
অনেক স্নেহ মাখা ভালোবাসা রইল ভাই।
চমতকার। কাব্যিকতায় বড়ো ভালো লাগলো
ভালো থাকবেন প্রিয় কবি
আন্তরিক শুভেচ্ছা সকল সময়।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.