জ্বলনের কাজ বেশ ভালো
শুধু অঙ্গার হওয়া থেকে
তার চেয়ে ঢের ভালো ছাই!
       ২
আমি যখন আগুন
ঝলসে নাও তখন
নিভে গেলে পাবে ধুঁয়া!

আগুন নিভাতে চাও
জল ঢালো শুধু জল
ভুল করে ঘি ঢেলো না!

আগুন পোড়ায় ভালো
তুমি আমি জ্বলি বেশ
নিভে গেলে মুশকিল!

মনের আগুন জ্বলে
পোড়ে না মোটেও দেহ
খুব বেশি কষ্ট তাহে!
         ৬
আগুনে পুড়তে চাও
চিতায় ঝাঁপিয়ে পড়
সব শেষে শুধু ভস্ম!