কলাবতী, একদিন হয়েছিল আমাদের দেখা
নির্জন ডোবার পাড়ে এই শানবাঁধা ঘাটে
তারপর কাঁপাকাঁপা চোখে ভীরু-ভীরু পায়ে
হরিণ-হরিণীর মতন আমাদের পথ চলা।
প্রণয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে ফলাবো
সোনালী ফসল অসার জমিনে!


ফলেও ছিল কিছুটা তার, উদ্ভাসিত আলোয়ে
আমাদের প্রতি আমাদের আস্থা আরো বেড়ে যায়।
তোমাকে গড়ে তুলবো খুউব বেশি লাবণ্যময়
মানুষের ভালোবাসায় ভালোবাসায় করে নেবো
ঠাঁই মানুষের বুকে অমিত ঐশ্বর্যে
পেয়েও ছিলাম অশেষ প্রেরণা!
কি-জানি কী হলো একটা বদ হাওয়া
এসে আমাদের সকল সাফল্য মুছে দিয়ে গেলো!
আমরা হতশ্রী হয়ে পড়ি, হয়ে যাই অচ্ছুত।
আমাদের বিশ্বাসের ভিতমূল নড়ে ওঠে
ধীরে ধীরে স্বপ্নের, অনুরাগের রঙ ফিকে হয়ে যায়!


একদিন যারা হাততালি দিতো
তারা আজ আর পাশে নেই।


তোমার শ্রী আর ফিরিয়ে আনতে পারছি না,
পারছি না তোমাকে লাবণ্যময়ী করে তুলতে!
সব ব্যর্থতা ঘাড়ে নিয়ে নিভৃত নির্জনে
চলে যেতে হয়; তুমি ভুল বুঝো না
প্রিয়তমা কলাবতি!


এই ভাঙ্গা মন নিয়ে তোমাকে আগের মত আর
কতোটুকু ভালোবেসে যেতে পারবো জানি না...