১। মায়ের গর্ভ থেকে বেড়িয়ে
     চোখ খুলে দেখি
     শয়তানের ক্রূর হাসি
     চিৎকার দিতেই বাবা কোলে নিয়ে
     কানে ঢুকায়ে দিলেন
     আযানের মধুর ধ্বনি
     ওই পর্যন্তই...


২। কিছু প্রয়োজন অনুভব করে নিয়ে
     চৌকাঠের ওপাড়ে পা রাখতেই
     হড়কে অনেকটা দূর;
     সূর্যের সাথে কিছু বলার অভিপ্রায়
    ঘুরে দাঁড়াতেই আগুনের দুয়ার!


৩। পাখির নীড়ের অম্বেষায়-
     পায়ের নীচে পিছল উপল
     মাথার উপর আবাবিলের ঠোঁটে কঙ্কর...


৪। স্মৃতির জানালা খুলে হুহু বাতাস
     উদীচী হাওয়ার কামড়
     কোঁচকানো হৃদপিণ্ড ওতপেতে-
     কোনো এক পাখী ডেকে যাবে দখিন জানালায়
     আহা! কী বিরল বাসনা!