(কবিতাটি আসরের সকল কবি বন্ধুদেরকে উৎসর্গ করা হল)


আমাদেরকে আমরা চিনি না, বুঝি না
তবুও আমরা প্রতিদিন
ভাঙ্গা ভাঙ্গা অনেক অনেক কথা বলি,
আমাদের হৃদয়ের কথা
তারপরও অনেক না বলা কথা থেকে যায়;
কথারা ফুরাতে চায় না..., ফুরায় কী...!


হৃদয়ের কথা হৃদয়ে থেকে যায়
কেহ বুঝে না কিংবা বুঝতে চাহে না!


তারপর একদিন থেমে যাবে সব
চুপচাপ বসে রব
অপেক্ষায় বেলাশেষের স্টেশনে!
হয়তোবা তুমিও থাকবে বসে
আমার পাশে, আমার মত।


আমাদের দেখা হয়েও হবে না দেখা
হবে না আর বলা হৃদয়ের কথা
সব কিছু হয়ে যাবে অজানা অচেনা!


(কৈফিয়াতঃ গত ১৩/৩/২০১৯ তারিখে আনুমানিক ৯টার পর থেকে পিসি অচল হয়ে পড়ার জন্য এই কয়দিন আসরে অনুপস্থিত থাকতে হয়েছে।
এ জন্য সকল কবিবন্ধুদের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি!)