আকাশটা পৃথিবীর ছাদ বলাটাই ভালো,
বেলা শেষে বিভাবসু জ্বালে হ্যাজাকের আলো
রেবতিরা তারাবাতি নৃত্য করে ভীরু ভীরু পায়
তিড়বিড়ে পোড়ামন অবারিত সুখে ভরে যায়!
হেসে হেসে ভাসে বাতাসে ধুলার মোটা আস্তরণ
বুরুজ ভাঙ্গতে ব্যর্থ হয়ে বেগুনী রশ্মির পলায়ন
এই সব না বলাই ভালো, বললে এমন কিছু নয়
গলা থেক মুণ্ডটা কাটা পড়ার থাকে একটুস ভয়!