নিশি শেষে রবি জাগে নিয়ে কালো মুখ
বলে আজ কেটে যাবে বিষণ্ণ দিন,
গুমোট আকাশ বলে মেঘের অসুখ।


ভোরের পাখিরা কেহ গায় নাই গান
মেলেনি পাপড়ি আজ কোনো শতদল
সরোবরে হাঁসেদের নাই কলোতান।


সুরভি ছড়ায়নিকো ফুটে কোনো ফুল
মৌমাছির গুনগুন শোনা যায় নাই
মধুলোভী ভোমরেরা আকুল ব্যাকুল।


দখিনা বাতাস চুপ পাতা নড়ে নাই
বনের পাখিরা উড়ে যায় অজানায়
এমন বিষাদ দিন দেখা নাহি পাই।


ছাতিমের নীচে বসে ভাবি নিরালায়
অন্য কোথা যাওয়ার হয়েছে সময় ।