ব্যথার ষোলকলায় পূর্ণ এই জীবন যাহার
শত বিষকীট দংশনে কাতর নহে সে আর
দেখিবেনা আর কখোনো বিষণ্ণ ম্লান মুখ তার
হয়তো ক্লান্তিতে পড়ে রবে জীবন অসার!


জেনেছে যে জন্ম যার মৃত্যু তার অনিবার
কোনো শঙ্কা গ্রাসিতে পারে না তারে আর
কোনো লাভ নেই ভয় দেখিয়ে তারে মরণের
বরং কেটে যেতে দাও জীবনের বাকীটা সময়
অন্যরকম এক বিষাদিত আনন্দ উচ্ছলতায়
দূরের আকাশ থেকে একটু হাতের ঈশারায়!