সারা বছর শিকড়ে ঢালি জল ঘড়ায় ঘড়ায়
কার্তিকের হেমন্তে একবার দেখা দিয়ে যায়!
ধূপ ছায়া কুয়াশায় দেখি তার বিষণ্ণ ম্লান মুখ
অদ্ভুত রহস্যময় এক চিলতে হাসি মাখা ঠোঁটে
বোঁটায় মাখানো কুমকুম রঙ, আহা!কী অপরূপা
যেন কোনো উর্বশী এসেছে নেমে এ ধরায়
চোখ কী ফিরানো যায়! আবেশিত হৃদয় কেবল
বিড়বিড় করে বলে-ভালোবাসি ভালোবাসি...


প্রভাতে কুড়াই ঝরা ফুল দু’হাত ভরে চোখের নীরে
ব্যথিত হৃদয়ে একবার তাকাই আকাশ পানে বারেক
অঞ্জলি ভরা ফুলের দিকে, অনুভবে অনুভবে ভীতি
ছড়ায়- আমিও একদিন চুপিসারে ঝরেযাব তার মত...