ভিক্ষুকে পায় না সালাম, টঙ্কা ধ্বনি বাজে সকরুণ টিনের থালায়
মানী লোকে পায় না সম্মান, পিছনে ডালিভরা গালমন্দ উপচায়
জ্ঞানীরা পায় না ভাত, শুন্য পেটে অকাতরে জ্ঞান বিলিয়ে যায়
সুজন স্বজন খোঁজ রাখে না, থাকে দূরে দূরে যদি বিত্তহীনে টাকা চায়
বিত্তবানরে সালাম দিলে, না দেখার ভান করে হেঁটে যায়...