কাহারা যেন যেতেছে উড়ায়ে ধুলা
দুরন্ত ঘোড়ার ক্ষুরের আওয়াজ শুনি
বিজন ভূমে
প্রান্তরে সবুজ অরণ্য ঘেরা পুরানো বিহার
দীপাবলীর আয়োজন করে বহ্নি উৎসব
জোনাকি পোকারা দিশেহারা
আমি একা বসে থাকি বিভ্রান্তির
অতল গহ্বরে
নতুন কোনোও অযোনিজ ভ্রুনের দেয়-কি আশা
প্রভাতের রবি
তবে কেন এত রক্তপানির সানাসানি
ঘাসের জমিনে
পেঁচার স্বর শুনি রাতের আঁধারে
কেঁপে ওঠে বুক তাই ক্ষণে ক্ষণে
ধীরপায়ে ভীরু নারী
ঢুকে পরে ভুল ঘরে ওমের আশায়
মৃত পৃথিবীর বুকে
ধৃষ্ট ধূমের ছায়ায়!