আগের দিন গ্রামীন ফোনের অফারটা
লুফে নিয়ে ১০৯টাকা ফ্লেক্সিলোড।
ফুরফুরে মেজাজে বৈশাখী কবিতা
আসরে প্রকাশ রাত বারটার পরে
পরের দিন নতুন পুরানো সব বন্ধুদের
নববর্ষের শুভেচ্ছা জানাবো- সুখ সুখ
অনুভূতি নিয়ে গভীর ঘুম।
সকালবেলা ঘুম ভাঙ্গতে একটু দেরী হ’ল
তারপর শুরু হলো ডায়াল করা
ফোনে কাউকে পেলাম, কাউকে পেলাম না
সব শেষে পুরানো একটা নম্বরে ডায়াল করা
ফোন রিসিভ হলেও বিপত্তি দেখা দিল ফোনসেটে-
সে কি বলছে আমি বুঝতে পারছি না
আমি কি বলছি সে শুনতে পাচ্ছে কিনা জানি না
ভীষণ বিরক্তি শেষে লাইন কাট
তেতো মন নিয়ে বিকেলে ঘুম।
ঘুম শেষে আসরের পাতায় হাঁটাহাঁটি
পরের দিন সকালে আবার ল্যাপটব।
গোসল সেরে অফিসে যাওয়ার প্রস্তুতি
বস্ত্র পরিধান শেষে শরীর বলে-
আজ তোমার অফিস করা চলবে না!
আর কি করা পরিধেয় খুলে
অফিসে ফোন দিলাম- আজ আমি আসব না।
কয়েকটা বড়ি গিলে বিছানায় টানটান
একনাগাড়ে দুদিন না অফিস না আসর
বৈশাখী ছ্যাঁকাটা একটু বেশিই হ’লো!
আগামী দিন গুলো কেমন যাবে
খুব ভাবনায় আছি...