ইদানিং কথারা চড়ুই পাখির মত
ঝাঁক বেঁধে উড়ে যায় নিরুদ্দেশে
বুকটা চৈত্রের শুকনো বিলের মত
খাঁ খাঁ করে! মড়া নদীর বুকে এখন
গরু ছাগল হেঁটে বেড়ায় আর কচি কচি
ঘাস খায়, ছায়ায় শুয়ে আরামে যাবর কাটে।
আমার কিচ্ছু করার নাই
একা একা হাঁটি মেঠো পথে
সবুজ গাছের ডালে পাখিদের বাসা খুঁজি
নীল বর্ণের ডিম খুঁজি, পাখির ডিম।
হয়তোবা একদিন ডিমের খোলস ভেঙ্গে
চিঁচিঁ করে উঠবে ছানারা...
শীতের কাঁথা উলটে লিখব বসন্তগান
তুমি শুনবে কি শুনবে না, জানি না
জানার এতো প্রয়োজন বোধ করিনা
অবিরাম লিখতে থাকব কেবল তোমার জন্য!