১।
একটা কুকুর  কেঁদে উঠল করুণ কণ্ঠে
উচ্ছিষ্ট ময়লা আধারের কাছে
কেননা একদঙ্গল মানুষ আঁকড়ে আছে
উচ্ছিষ্ট আধারটিকে ক্ষুধার জ্বালায়;
হে বৃক্ষ, ঠিক এই বিশেষ মূহুর্তে
তোমার কি কোনোও বিশেষ করণীয় আছে-
হলুদ পাতাঝরানো অথবা তোমার
সবুজ পাতার নরম হাওয়া ছড়ানো
অথবা তোমার ফল-মূল-শরীর-শিকড়
সমেত উপড়ে পড়া পৃথ্বীর মাটিতে?


                ২।
হে বৃক্ষ, এই মূহুর্তে তোমার কি করণীয়-
যেমন ধর ঠিক এখন
পৃথিবীটা ভীষণ বেগে কেঁপে উঠল
এবং হঠাৎ করেই সূর্যটা উবে গেল
মধ্য আকাশ থেকে এবং এক ভয়াল
অন্ধকার আর চারিদিকে ভয়ার্ত চিৎকার,
চিৎকার আর চিৎকার;
তখনও কি নিশ্চুপ নীরব নিথর
দাঁড়িয়ে থাকবে পৃথ্বীর মাটিতে?