হে বৃষ্টি, তুমি আর ঝর-নাকো!
তোমার বিরাম হীন রিমঝিম শব্দে
আমার হৃদয় আজ আন্দোলিত নয়
বরং কেঁপে উঠছে ভয়ে আতংকে
চোখের ঘুম পালিয়ে গিয়ে
ঐ সব মানুষের মুখ ভেসে উঠছে-
মিয়ানমারের দৈত্য দানবের
নৃশংস তাণ্ডবে বাস্তুহারা
কাঁটাতারের বেড়া টপকে
জীবনের জন্য যাহারা নিয়েছে ঠাঁই
বৃক্ষের নিচে ধুলার বুকে
তাহাদের কথা ভেবে ভেবে
এই গভীর রাতে ঘুম ভেঙ্গে
তোমার কাছে মিনতি
হে বৃষ্টি, তুমি আর ঝর-নাকো ওইখানে
বাস্তুহারা মানুষেরা যেখানে নিয়েছে ঠাঁই!