দুধ দেবো কলা দেবো
যত চাও তত দেবো
ওগো ফণী, লক্ষ্মীসোনা
তুমি ছোবল মেরো না!


বাবুরাম সাপুরে কোথা গেলে বাপুরে
কে থামাবে ধেয়ে আসা ফণীবাবুরে?


ফরমালিন ছাড়া গরুর তাজা দুধ দেবো
এক্কেবারে গাছপাকা ছড়াভরা কলা দেবো!


দুধকলা খেয়ে খুশি হয়ে মাথাটারে নীচু করে
দোহাই তোমার আল্লাহর যাও যাও যাও ফিরে!


আহা! আমরা কোথায় ঠাঁই নেবো
এই গরীব দেশের কথা একটু ভাবো!
অসহায় মানুষের ঘরবাড়ি ভেঙ্গেচুরে
কী লাভ তোমার হে ফণী বাপুরে!