আজ একটা নাটক দেখলাম-
“আঁধার অরণ্য”
আঁধার লিখতে “ধ”এর কাঁধে চন্দ্রবিন্দু
ছিল না। কী অদ্ভুত!
অথচ ললাটে চন্দ্রবিন্দু টিপ পরা
কতো রমণীকে দেখেছি অনন্ত অন্ধকারে
হারিয়ে যেতে, শুনেছি কতো চন্দ্রকথা!
চন্দ্রাবতী, তুমি নেমে এসো এ মাটিতে
মুছে যাক সকল আঁধার
ধরিত্রী ভরে যাক জোছনায় জোছনায়;
সব জরা জীর্ণতা মাড়িয়ে
মেতে উঠুক মানুষ আনন্দ উল্লাসে!
আমাদের চন্দ্রমুখীরা হাতে হাত ধরে
হেঁটে যাক অঢেল জোছনায়!
আর কোনো আঁধার অরণ্য নয়
এসো জ্বালিয়ে দেই ঘরে ঘরে আলোর মশাল
আলোর মিছিলে শামিল হয়ে।
এসো চন্দ্রমুখী, আমরা যূথবদ্ধ হয়ে
দাঁড়িয়ে যাই মশাল হাতে;
প্রতিরোধ গড়ে তুলি মূর্খতার বিরুদ্ধে!