অবোধ শিশুর মতো
অস্তগামী সূর্য ছড়াতেছে
তার শেষ আলোটুকু
গাছের ছায়ারা মিশেগেছে
প্রান্তিক মাটির সাথে
আমাদের জীবনের সকল আঁচড়
গিলে নিবে তিমির আঁধার
পূবের আকাশে হয়তো দেখা যাবে না
আর কোনো নবীন প্রভাত
হয়তো দেখবে একদিন
শুকনো ঘাসের বুকে পড়ে আছে
লেহনের শেষ দাগ!