তুমি কেমন আছ এখন
জানতে বড্ড ইচ্ছে করে ...!


আমাদের অনুভবে দাপাদাপি ছিল ,
সংশয় সংযম-এর বিলাসিতা ভেঙে
তোমাকে অনেক অনেক কথা বলার ছিল
অথচ কোনও কথা শুরুর আগেই
বাদামের খোসা ফেলে দিয়ে
সবুজ ঘাসের নীচে
শরীরের ঘ্রাণ রেখে হাওয়ায়
আচমকা চলে গেলে ......!


মসৃণ বিছানা এখন কাটায় ভরা
অন্ধকারে খোলা চোখে এপাশ ওপাশ করা
ঝরনার নীচে লাল চোখ মেলে ধুয়ে নেই
এলোমেলো পায় পথ চলা ... !


বিছুটি পাতার গুড়া ওড়ে বাতাসে বাতাসে
ভোরের শিশির ভেজা ঘাসে ঘোড়ার মতন
শরীরটা করি ওলটপালট
তবুও থেকে যায় যন্ত্রণা ... !


ধন্যি মেয়ে তুমি বেঁচে থাকো ,
ভালো থেকো দীর্ঘকাল ......!