রূপশালি ধান দেখেছি ধুলি পড়া কবিতার পাতায়,
অভিজাত শপিংমলে বাসমতি চালের দেখা পাওয়া যায়!
কতো ধানে কতো চাল ফলে এই সোনার বাংলায়,
সারা বছর ভরে থাকে বনিকের গোলায় গোলায়!


দিনভর রোদে পুড়ে কেজি তিন পোঁকাধরা মোটাচাল
বেঁধে গামছায় ঘরে ফিরি হরষ চিত্তে,মাথাটায় গোলমাল!
ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়ায় কিবা আসে যায়
জানো নাকি মাটির মানুষের জীবন কেবল ধুলায় গড়ায়!


নিশিথে ছনের চাল ফেঁড়ে মায়াবতী এসে বসে শিথানে
ছুঁয়ে চোখ বলে ‘নিদ যাও! খুঁজে মরো কেন জীবনের মানে’?