রাত্রি জাগা ক্লান্তির ছায়া মুছব আমি মুছব ,
ভোরের আলো ফোটার আগে ফুটবো আমি ফুটবো !
তোমার রাঙা হাতের ছোঁয়ায় কাঁদবো আমি কাঁদবো ,
ভোরের ঝরা শিশির হয়ে ঝরবো আমি ঝরবো !
ঘাসের ডগা ছুঁয়ে লো সই মাখো শিশির মাখো ,
চোখের পাতা খুলে লো সই দেখো আমায় দেখো !


হরষ –বিষাদ ছায়া মাখিয়াছি আবির রতনে
কী সাজেগো বঁধু মোরে সাজায়েছি পরম যতনে !
আজিকার এই প্রভাত রবির সনে
নাই বা তুমি তাকালে আমার পানে –
দুঃখ আমার আর রইলো না গো সই এই মনে
তনু খানি যে মোর দলিত হলো তব রাঙা চরণে !


দুঃখ আমার আর রইল না গো সই এই মনে
তনু খানি যে মোর দলিত হলো তব রাঙা চরণে !!